Principal's Message
বাস্তবতা হচ্ছে বর্তমান পৃথিবী বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ। বিশ্বায়নের এ যুগে তথ্য প্রযুক্তিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় স্বদেশ বাংলাদেশ এ ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে এতে কোনো সন্দেহ নেই। স্বপ্নের সোনার বাংলা এখন পূর্ণাঙ্গ ডিজিটাল বাংলাদেশে রূপ নেবে এটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র।
বর্তমান সরকার ২০০৮সালে যখন তাদের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখায় তখনই সাধারণ জনগণ রায়ে তার প্রতিদান দেয়। ফলশ্রুতিতে দেশ এগিয়ে যেতে থাকে তার কাঙ্খিত লক্ষে। রাষ্ট্রের আগাগোড়া ডিজিটালাইজড করার অংশ হিসেবে সব শিক্ষাঙ্গনগুলোকে তার আওতায় আনার নিরলস প্রচেষ্টা চলছে। ওয়েবসাইট হচ্ছে একটা প্রতিষ্ঠানের সব তথ্য জানার চলমান একটি ডিজিটাল প্রক্রিয়া।
হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ‘শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ।’ এর রয়েছে চারটি ধাপ। উচ্চমাধ্যমিক, বি.এম কোর্স, ডিগ্রি (পাস) এবং অনার্স কোর্স। বিশাল আয়তনের এ কলেজটিতে আছে তিন হাজারের অধিক ছাত্র। এর অনেক ছাত্র-ছাত্রীই আজ রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে সুপ্রতিষ্ঠিত। ফলে কলেজ সম্পর্কে জানার কৌতুহল থাকাই স্বাভাবিক। তাছাড়াও বিশ্বায়নের এ যুগে দেশকে তার কাঙ্খিত পানে এগিয়ে নিতে চাইলে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়া ছাড়া আর কোনো বিকল্প পন্থা এখনো আবিস্কার হয়নি। এ কারণেই শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ তার সাথে যুক্ত হতে যাচ্ছে।
কলেজ গভর্ণিং বডির সভাপতি মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ২০০৮ সাল থেকে কলেজের দায়িত্ব নেওয়ার পর থেকেই কলেজটিতে শিক্ষার গুণগত ও পরিমাণগত প্রসার যেমন বেড়েছে, তেমনি দ্রুতলয়ে বাড়ছে কলেজটিকে ডিজিটালাইজড করার প্রক্রিয়াও। কলেজে এখন মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাস নেওয়া হয়। এর আছে সুবিশাল আইটি ল্যাব। ক্রমশঃ গড়ে উঠছে আইটিতে সুপ্রশিক্ষিত একদল শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অফিস ষ্টাফ।
আশা করছি ওয়েবসাইট চালুর মধ্য দিয়ে কলেজটি আরো একধাপ এগিয়ে যাবে। তবে শুরুতে হয়তোবা অনেক ত্রুটি-বিচ্যুতি থাকবে। থাকাটাই স্বাভাবিক। সংযোজন ও বিয়োজনের মাঝে আমরা একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট গড়ে তোলার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা পাব এতে কোনো সন্দেহ নেই আমার। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই একযোগে আন্তরিকতা ও সততার সাথে কাজ করবো, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ওয়েবসাইট চালুর প্রাক্কালে এটাই হোক্ আমাদের শপথ।